শরীয়তপুরের ডামুড্যায় অপহরণের শিকার হওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে, এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকা থেকে মো. সবুজ মোল্লা (৩৬) নামের এক যুবককে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ওই চক্রের সদস্যরা ভিকটিমের বাবা মোহাম্মদ আলি মোল্লাকে ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজ হওয়া ও মুক্তিপণের বিষয়টি তার পরিবার পুলিশকে জানালে শনিবার অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে ভুক্তভোগী সবুজ মোল্লার বাবা মোহাম্মদ আলি মোল্লা।
পরে অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। এসময় নরসিংদী র্যাব – ১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং একই সময় দুই অপহরণকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একইসাথে অপহরণের কাজে ব্যবহারিত ঢাকা মেট্রো গ- ৩৪-৭৩৭০ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ কান্দাপাড়া এলাকার তানভীর (২০) ও রুবেল মিয়া (২২)।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে প্রযুক্তি ব্যবহার করে ছায়া তদন্ত শুরু করি। অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। এসময় নরসিংদী র্যাব – ১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং একই সময় দুই অপহরণকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একইসাথে অপহরণের কাজে ব্যবহারিত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে শরীয়তপুরের ডামুড্যা থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, অপহরণের সাথে জড়িতদের বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অপহৃত যুবকের পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।