ঢাকার আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন শিমুলিয়া ভূমি অফিসে ভূমি উপ-সহকারী কর্মকর্তার পদটি বদলীজনিত কারণে শূণ্য রয়েছে। ফলে কাজের দীর্ঘসূত্রিতায় দৈনন্দিন কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে।

এই কার্যালয়ের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: মিনারুল হক এ বছরের ৭ জানুয়ারি বদলী হন। সেই থেকে ওই পদে অদ্যাবধি কাউকে নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ এবায়েদুর রহমান একজন জারীকারক ও দুইজন অফিস সহায়ক নিয়ে সার্বিক কর্মকান্ড চালাচ্ছেন। সাভার উপজেলার সবথেকে বড় ইউনিয়ন স্বনির্ভর ধামসোনা এবং শিমুলিয়া ইউনিয়নের ভূমি সংক্রান্ত সকল কাজ ঘোড়াপীর মাজার সংলগ্ন এই শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। এজন্য একজন কর্মকর্তার পক্ষে এত বৃহৎ পরিসরে কাজ করা বাস্তবিক দুরূহ বটে।

এব্যাপারে জানতে চাইলে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ এবায়েদুর রহমান জানান, এখানে দুইটা ইউনিয়ন নিয়ে একটা অফিস। অনেক বড় এলাকা। ৪০টা মৌজা, কাজের ভলিউম অনেক বেশী। দুই ইউনিয়নের জন্য ৪জন কর্মকর্তা থাকলে ভালো হতো। অন্তত আরেকজন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ দিলে মোটামুটি কাজগুলো দ্রুত শেষ করা যেত।

তিনি আরও বলেন, এই শিমুলিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আমি একা একজন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কাজ চালাচ্ছি। এই কার্যালয়ের ভূমি উপ-সহকারী কর্মকর্তার পদটি গত ৭ জানুয়ারী, ২০২৫ তারিখ থেকে বদলী জনিত কারণে শুন্য রয়েছে। এজন্য আমাকে একা তার কাজও চালিয়ে নিতে হচ্ছে। আমাকে সরেজমিন তদন্ত করতে হয়, প্রতিদিন এক থেকে দেড়শো’ ভূমি উন্নয়ন করের সমন্বয় করতে হয়, মিস কেসের রিপোর্ট দিতে হয়। পাশাপাশি প্রতিদিন ৪০ থেকে ৫০টা নামজারীর রিপোর্ট প্রস্তুত করতে হয়, দেওয়ানী মামলার এস এ প্রস্তুত করতে হয়। আমার একার পক্ষে এসব কাজ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। তাই ভূমি উপ-সহকারী কর্মকর্তার শূণ্য পদে একজনকে যদি কর্তৃপক্ষ নিয়োগ দেন তবে এই কার্যালয়ের দৈনন্দিন কাজের গতি আরো ত্বরান্বিত হয়ে জনগণের ভোগান্তি কমাবে।

উল্লেখ্য, আশুলিয়া রাজস্ব সার্কেলের ভূমি নামজারী আবেদনের বর্তমানে ১৬ হাজার সিরিয়াল চলছে, অথচ ১৪ হাজার সিরিয়ালের আবেদন এখনও এই কার্যালয় হতে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অফিসে খসড়া খতিয়ান প্রস্তুত হয়ে প্রেরণের জন্য অপেক্ষমান! লোকবলের অভাবে একজন ভূমি সহকারী কর্মকর্তার পক্ষে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।

এবিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম এর সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

 

বার্তাবাজার/এসএইচ