ইউক্রেনে ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার শান্তি আলোচনার পর রোববার (১৮ মে) এই হামলা চালাল রাশিয়া। এতে অন্তত একজন নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ২৭৩টি ড্রোন উৎক্ষেপণ করে রাশিয়া। যার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং দেশটির পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক এবং দোনেৎস্ক অঞ্চল।

বিমান বাহিনীর দেয়া তথ্যের ভিত্তিতে, এই হামলা ইউক্রেনের উপর রাশিয়ার চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা। ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের তৃতীয় বার্ষিকীর শুরুতে মস্কো রেকর্ড ২৬৭টি ড্রোন উৎক্ষেপণ করে।

এর আগে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়। তবে এতে অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

তবে ইস্তাম্বুলে ১০০ মিনিটের আলোচনায় উভয় পক্ষের ১,০০০ যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, আগামী সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলবেন।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রোববার রাতভর মস্কোর ড্রোন হামলায় কিয়েভে ২৮ বছর বয়সী এক নারী নিহত এবং ৪ বছর বয়সী একটি শিশুসহ কমপক্ষে তিনজন আহত হন।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়ার হামলায় ৮৮টি ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট। হামলায় ১২৮টি সিমুলেটর ড্রোনও অন্তর্ভুক্ত ছিল যেগুলো কোনো আঘাত না করেই পথে হারিয়ে গিয়েছিল।