বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপি সামনে থেকে নেতৃত্ব দেবে। দেশের প্রতিটি মানুষের কাছে এ বার্তা পৌঁছে দিতে হবে। দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ নিয়ে স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সময়ের রোড ম্যাপ ঘোষণা করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচন চায়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপিই একমাত্র আশার আলো। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় আসবে।”

শনিবার (১৭ মে) রাতে শরীয়তপুরের জাজিরায় প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির এক কর্মী সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শফিকুর রহমান কিরণ বলেন, “বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আগামী ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচন না দিলে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন হবে। জনগণ আজ বিএনপির নেতৃত্বে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, “শরীয়তপুরসহ সারাদেশেই বিএনপির জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। আন্দোলনের সময় ছোটছোট বাচ্চাদের গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে পানি ছিটানোর নামে আন্দোলনকারীদের প্রতিহত করতে গুলি করে হত্যা করেছে তাদের লাসও পাওয়া যায় নি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ শরীয়তপুরের কোন রকম চাঁদাবাজি করলে তাদের ছাড় দেওয়া হবে না। দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও সাহসিকতা নিয়ে কাজ করতে হবে।” জাজিরা উপজেলা বিএনপি আহবায়ক বজলুর রশিদ সিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রুবেল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ.কে.এম নাসির উদ্দীন কালু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকন, সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি শাহ্ আব্দুস সালাম, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর, জেলা যুবদলের সাবেক সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন আখন্দ, জেলা কৃষক দলের সভাপতি বি.এম হারুন অর রশিদ, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী,জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভি.পি নাজমুল হক বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহিন, জাজিরা পৌরসভার বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম, সদস্য সচিব কে এম কামরুজ্জামান মিলন প্রমুখ।

শেষে শফিকুর রহমান কিরণ আশাবাদ ব্যক্ত করেন, “বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। দল সুসংগঠিত থাকলে জনগণের রায়ে বিএনপি আবার ক্ষমতায় ফিরে আসবে।”

 

বার্তাবাজার/এসএইচ