কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল নামক ১,০০০ (একহাজার) পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ মো. বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ মে) রাতে ভেড়ামারা থানাধীন দক্ষিণ রেলগেট এলাকায় মেসার্স এম.এ. খালেক ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বেলাল হোসেন দৌলতপুর উপজেলার টলটলিপাড়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে।
অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়েদুর রহমান। তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম জানান, বেলাল হোসেনকে ১,০০০ (একহাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ