ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে একই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুন মৃত্যু হয়েছে। শনিবার ১৭ মে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোছা: কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসের (৩৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে, জামাল হোসেন পেশায় একজন অটোরিকসা চালক। তিনি বাসায় নিজস্ব বিদ্যুত খরচ করে রিকসার ব্যাটারী চার্জ করতেন
সেকারনে বাড়ীরগোয়াল ঘরে চার্জের ব্যবস্থা করেছেন। এলাকায় হটাৎ বৃষ্টি শুরু হলে তাদের পালিত গরু ঘরে ঢুকে তারের সাথে পেচিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন।তাকে বাঁচাতে গেলে জামাল ও বিদ্যুতায়িত হয়ে পরেন।পরে জামালের ছটফটানী দেখে মা কমলা বেগম বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুত এর তারে কিছুকিছু সময় আটকে থাকার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে গরুটি অসুস্থ হলেও প্রাণে বেঁচে গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসএইচ