লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ৪শ’ ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মক্কা ও তার দুই সহযোগীকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি টিম।

শনিবার (১৩ মে) রাতে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় মক্কার নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। অন্যান্যরা হলেন, সাবেক ইউপি সদস্য মক্কার ছোট ভাই মিজানুর রহমান এবং একই ইউনিয়নের নুর মোহাম্মদ। মোফাজ্জল হোসেন মক্কা ভেলাগুড়ী ইউনিয়নের ১ নম্বর ওর্য়াডের সাবেক সদস্য।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসা নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসা করছেন সাবেক ইউপি সদস্য মক্কা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সাবেক মেম্বার মক্কার বাড়িতে অভিযান চালায় রংপুর র্যাব-১৩ এর একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ৪শ’ ৫ পিস ইয়াবাসহ হাতানাতে মক্কাসহ আরও দুইজনকে আটক করা হয়। রোববার সকালে তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুসা মিয়া বলেন, শনিবার রাতে রংপুর র‌্যাব-১৩ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজন আটক করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেন। রোববার সকালে তাঁদের লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই