ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার ও ভরাডোবা-ঘাটাইল সড়কে কৈয়াদী পল্টন পাড় এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশাকে পিছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে উপজেলার ভান্ডাব গ্রামের কেরামত আলীর ছেলে অটোযাত্রী মোবারক হোসেনসহ (৪৫) তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোবারককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ভরাডোবা-ঘাটাইল সড়কে কৈয়াদী গ্রামের পল্টন পাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে সিএনজি যাত্রী আব্দুর রশিদ (৬৫) মারা যান। তিনি একটি সিএনজি চালিত অটোরিকশা দিয়ে সাগারদীঘি যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় সিএনজি থেকে নিচে পড়ে ওই সিএনজির চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের আবেদনে প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ