তরুণদের আরও শক্তিশালী হয়ে জেগে উঠতে হবে এমনটা জানিয়ে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, অত্যাচার যত বাড়বে, অন্যায়ের প্রতিবাদ তত তীব্র হবে। তিনি বলেন, ‘দেশে এখন স্বৈরশাসন চলছে। ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটচোর, অবৈধ, নিশিরাতের সরকারকে তাড়াতে হবে।’
শনিবার (২২ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘আমাদের এই ক্ষোভ পুষে রাখতে হবে। আগামীতে যে বৃহত্তর আন্দোলন হবে সেখানে এই ক্ষোভ-ব্যথা বুকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
যুবদল সভাপতি বলেন, ‘দেশের এমন কোনো জেলখানা নেই যেখানে আমাদের কর্মী নেই, এমন কোনো গোরস্থান নেই যেখানে আমাদের কর্মী নেই।’
টুকু বলেন, ‘এই সরকার দেশ-বিদেশে আজ প্রত্যাখ্যাত। এরা ঘৃণিত। এরা গণতন্ত্র বুঝে না, স্বাধীনতার অর্থ বুঝে না। এরা শুধু বুঝে লুটপাট আর দুর্নীতি। এদের কাছে এই দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণকে রক্ষার্থে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।’
সুলতান সালাউদ্দিন বলেন, ‘আমরা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, ন্যায়-সত্যের জন্য লড়াই করছি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু হয়েছে, ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’
যুবদল সভাপতি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে আসছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোনো সময় পতন ঘটবে, তার নেতৃত্বেই চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল হবে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।’
এসময় তিনি নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।
বার্তাবাজার/এম আই