নিজ বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাবা ও বড় ভাই পালিয়ে যান। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ইমরান শিকদার (৩০) নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাশেম শিকদারের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের তারা জানতে পারেন- নিজ বাড়িতে বসে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন ইমরান ও তার বাবা আওয়ামী লীগ নেতা কাশেম শিকদার। এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইমরান শিকদারকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাবা কাশেম শিকদার ও বড় ভাই ইয়াসিন শিকদার পার্শ্ববর্তী বেতনা নদী পার হয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, ইমরানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বাবা কাশেম শিকদারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসএইচ