সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তার মৃত্যুকে ঘিরে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে ছাত্রদল।

তবে ঢাবি উপাচার্যকে কেন পদত্যাগ করতে হবে জানতে চেয়ে বৃহস্পতিবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আলোচিত-সমালোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন। ওই পোস্টে ইলিয়াস হোসেন প্রশ্ন করে লেখেন, ‘আচ্ছা, ঢাবি ভিসি স্যার কি অন্যায় করলো যে তাকে পদত্যাগ করতে হবে?’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ শেষে মোটরসাইকেলযোগে সোহরাওয়ার্দী উদ্যানে কাবাব খেতে যান শাহরিয়ার আলম সাম্য ও তার দুই বন্ধু। পরে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন তারা। পথে মুক্ত মঞ্চ এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলের দু-তিন আরোহী ও তাদের সঙ্গে থাকা আরও দু-তিনটি মোটরসাইকেলের আরোহীসহ মোট ১০-১২ জনের সঙ্গে সাম্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের মারতে শুরু করেন। তারাও আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। এর মধ্যেই সাম্যকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বার্তাবাজার/এসএইচ