টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগাঁ গ্রামে প্রবাসী বাড়িতে বিয়ে দাবিতে ২দিন যাবৎ অনশন করছে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার এক তরুণী। তাকে পিটিয়ে আহত করেছে ছেলের পরিবারের লোকজন, পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে দেন।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ মেয়ে থানায় দায়ের করেছে। লিখিত অভিযোগে এলাকাবাসী ও মেয়ের বোন জামাই সোলায়মান জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৮) তিন বছর আগে চাকরী নিয়ে সৌদী যান। ফেসবুকে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আটাপাড়া গ্রামের এক তরুনীর মোবাইলে।দির্ঘদিন তাদের সাথে মন দেয়া নেয়া চলে। এরই মধ্যে মেয়েটির গোপালপুর উপজেলার চনপাড়া গ্রামে বিয়ে হয়ে যায়। প্রবাসী মোস্তফা ফুসলিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। চলতি মাসের ১২ই জুলাই প্রবাসী মোস্তফা বাংলাপদেশে আসেন।এমনকি১৩/এবং১৫ জুলাই বাড়িতে মেয়েটি বাড়িতে যান। সেখনে তাদের সাথে দৈহিক সম্পর্ক হয়। গত শুক্রবার ২১জুলাই কাউকে না জানিয়ে বিয়ে করতে গেলে মেয়েটি জেনে ফেলে। পড়ে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এতে করে ছেলের পরিবার বিষয়টি না মেনে তাকে শারীরিক নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করে রাস্তায় বের করে দেন।পার্শ্ববর্তী আবুলের মোড়ে ২দিন যাবৎ বিয়ের দাবিতে অনশন করছে।
সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস বাবু বিয়ের দাবিতে অনশনের বিষয়ে জানান, শুনেছি থানায় অভিযোগ দিয়েছে যদি মেয়ের কোন ক্ষতি করে থাকে তাহলে তাকে অবশ্যই
বিয়ে করতে হবে।
ঘাটাইল থানায় লিখিত দেওয়ার বিষয়ে অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সেকেন্ড অফিসারকে পাঠিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এম আই