চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশি শিক্ষার্থী ও দাতব্য সংস্থাগুলো। সম্প্রতি গাজার ১০১টি পরিবারকে খাদ্য সহায়তা (Vegetables Pack) প্রদান করা হয়েছে, যা একটি পরিবারের জন্য ৫ থেকে ৭ দিনের খাদ্য চাহিদা পূরণে যথেষ্ট।
এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (YDO)। তাদের সহযোগিতায় বাংলাদেশের মানবিক সংগঠন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং HMBD ফাউন্ডেশন যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করে।
সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মিসর-গাজা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট আরো প্রকট আকার ধারণ করে। এ সময় গাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে YDO-র ভলান্টিয়ার টিম পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরলে দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সহায়তা কার্যক্রম সম্পর্কে সংগঠনের প্রতিনিধি সাকিব বলেন, আমরা ইতোমধ্যেই গাজার অভ্যন্তরে আমাদের সেন্ট্রাল কিচেনের মাধ্যমে প্রতিদিন ১০০ থেকে ৩০০ পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করছি। এছাড়াও হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে, যা ৫০০-এর বেশি পরিবারের মধ্যে বণ্টন করা হয়।
তিনি আরো জানান, গৃহহীনদের জন্য অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে এবং ৪টি পরিবারকে সাময়িক আবাসনের জন্য ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়া কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছি চিকিৎসা সহায়তার মাধ্যমে।
বার্তাবাজার/এসএইচ