জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ এর অধীনে অপরিকল্পিতভাবে যত্রতত্র উঁচু ভবন নির্মাণ করায় অতিথি পাখির স্বাভাবিক যাতায়াত পথ রুদ্ধ হচ্ছে দাবি করে একটি গ্রহণযোগ্য মাস্টারপ্ল্যান প্রনয়ণের দাবিতে স্মারকলিপি দিয়েছে জাবি ছাত্রদল।
১২ মে (সোমবার) দুপুর সাড়ে ৩টায় জাবি ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্য বরাবর দেওয়া হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘ক্যাম্পাসে অতিথি পাখির আগমন খুবই আশংঙ্কাজনক মাত্রায় কমে এসেছে। ক্যাম্পাসে তাদের আগমন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আবাসন সংরক্ষণে ব্যার্থতা ও অতিথি পাখির স্বাভাবিক চলাচলের পথে অপরিকল্পিতভাবে যত্রতত্র উঁচু ভবন নির্মাণ। ‘
তারা আরও বলেন, ‘এমতাবস্থায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নেয়া তথাকথিত ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ এর অধীনে অপরিকল্পিতভাবে যত্রতত্র উঁচু ভবন নির্মাণ করে অতিথি পাখির স্বাভাবিক যাতায়াত পথ রুদ্ধ না করে প্রথমে একটি গ্রহণযোগ্য মাস্টারপ্ল্যান প্রনয়ণ অতীব জরুরি, যেখানে ক্যাম্পাসের বনরাজি ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি অতিথি পাখিদের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।’
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৃহত্তর সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আশির দশক থেকেই এই ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে। বিভিন্ন সময়ে ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি হুমকির মুখে পরলে জাবি ছাত্রদল তা প্রতিরোধে দূর্বার আন্দোলন করেছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ‘
বার্তাবাজার/এসএইচ