বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ত্রাসের রাজত্ব কায়েম করবে। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আফজালুর রহমান বাবু বলেন, বিএনপি শান্তি সমাবেশের নামে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জেলায় হামলা চালিয়েছে। এমনকি বগুড়ায় কোমলমতি শিশুদের ওপর বোমা নিক্ষেপ করেছে তারা। তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ বাংলায় ত্রাসের রাজত্ব কায়েম করবে। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। ধর্মান্ধদের আবার উত্থান ঘটবে।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে তর তর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০০৬ সালে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিং ছিল ১০.৫ বিলিয়ন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫২.৯৭ বিলিয়ন। সে সময় অ্যানুয়াল রেমিটেন্স ছিল ৪.৮ বিলিয়ন, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২৪.২৩ বিলিয়ন।

এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, সব রকম ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রতিটি আওয়ামী পরিবারের সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার আনিসুর রহমানকে নির্বাচিত করা হয়। এরপর ওই কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘ ১১ বছরে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

বার্তা বাজার/জে আই