রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নকশা বহির্ভূত এসব ভবনের আংশিক অপসারণসহ মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় একটি ভবনকে দুই লাখ টাকা জরিমানাও করে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অনুমোদন করা নকশার বাইরে ভবন নির্মাণের কাজ পরিচালনা করায় মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজউক। ভবন নির্মাণের ক্ষেত্রে ভয়েড ও ভবনের সামনে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা না রাখায় বেশ কয়েকটি ভবনেরই নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। এসময় একটি ভাবনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানাসহ বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজউক।
ইমারত পরিদর্শক মৌখিক ও লিখিতভাবে তিন দফায় নোটিশ দেয়ার পরও নকশা বহিভূর্তভাবে কাজ পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করে রাজউক। পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি বলেন, নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্ধিতাংশ ভবন অপসারণসহ করা হচ্ছে আর্থিক জরিমানা।
এদিকে ভবন সংশ্লিষ্টরা বলছেন, নোটিশ দেয়া হলেও দেয়া হয়নি পর্যাপ্ত সময়। কেউ কেউ বলছেন, ভবন মালিক থেকে যে নকশা দেয়া হয়েছে সে অনুযায়ী কাজ করেছেন তারা। ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় রাজউক।
বার্তাবাজার/এসএইচ