স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।
তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
বার্তাবাজার/এসএইচ