ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বজ্রপাতে শেখ সেলিম মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) বিকাল ৩টার দিকে নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধরখার ইউনিয়নের স্থানীয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শেখ সেলিম মিয়া রুটি গ্রামের উত্তর পাড়ার শেখ বাড়ির বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন। নিহতের ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো জমিতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আমরা ভাবছিলাম, তিনি ঘরে ফিরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর খবর পাই, বজ্রপাতে তিনি মারা গেছেন।

মহিলা সদস্য শাহিনুর বেগম বলেন, আমি বিষয়টি শুনেই ঘটনাস্থলে গিয়েছি। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত। এদিকে শেখ সেলিম মিয়ার মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

বার্তাবাজার/এসএইচ