অতি শিঘ্রই মুক্তি পেতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরাম চশমা’। ইতিমধ্যে গত ৬ই মে, ২০২৫ মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির প্রথম অফিসিয়াল পোষ্টার।

জনপ্রিয় সাইন্স ফিকশন লেখক নাঈম হোসেন ফারুকীর গল্প অবলম্বনে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন, এসময়ের তরুন নির্মাতা সেলিম খান। ইতিপূর্বে বেশ কয়েকটি ভিন্নধর্মী নির্মানের সঙ্গে সহযোগী হয়ে কাজ করলেও, ‘আরাম চশমা’ চলচ্চিত্রটি তার প্রথম এবং ব্যক্তিগত প্রারম্ভিকা নিঃসন্দেহে। চলচ্চিত্রটি নির্মানে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন, লেখক ও পরিচালক নাহিদ হাসনাত এবং তরুন প্রাবন্ধিক মাহাথির মোহাম্মদ।

স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরাম চশমা’র প্রথম অফিসিয়াল পোষ্টার ইতিমধ্যে ভাবনার খোরাক জুগিয়েছে নেটিজেনদের মনে। স্পষ্টত লক্ষ্য করে দেখা গিয়েছে, পোষ্টারের ভেতর একটি বিলবোর্ড যেখানে অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার এবং অধ্যাপক মোহাম্মদ আজম ঝুলে আছেন পাশাপাশি ইনসেট ফটোঅর্ডারে। তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কোথাও কোন চরিত্রে এদের কেউ অভিনয় করেছেন কি না কিংবা বিশেষ অতিথির ভূমিকায় কাউকে দেখা যাবে কি না সে ব্যাপারে কোন মন্তব্য করেননি নির্মাতা সেলিম খান। বরং ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে পোষ্টারটি প্রকাশ করার সময় তার ক্যাপশনে লিখেছেন “চোখের চাতালে হামাগুড়ি দেয় ঠুলি, আরামচশমা পরো, চোখদুটো তুলি…” । যা ভাবনার উদ্রেগ ঘটিয়েছে নেটিজেনদের মনে।

প্রকাশিত পোষ্টার সম্বলিত অদ্ভুত লেখা ক্যাপশন সম্পর্কে জিজ্ঞেসা করলে নির্মাতা সেলিম খান বলেন, ক্যাপশনে থাকা দুই লাইনের অদ্ভুত কথার মধ্যে প্রোথিত আছে যাবতীয় সমাজ বাস্তবতার নিরেট চোখ। যে বস্তু চোখে পড়লেই দৃষ্টি হয়ে ওঠে গৌণ আর চশমা হয়ে ওঠে মুখ্য। আরামচশমা আমাদের সমাজের অংশ। আমাদের চারপাশের প্রাসঙ্গিক বিচিত্র টানাপোড়েনের অংশ। যেগুলো খালিচোখে দেখলে মনে হবে অসঙ্গতি, অন্যায় অবিচার। পক্ষান্তরে চশমাটি চোখে থাকলেই সেই সব দৃশ্যের গায়ে প্রলেপ পড়ে যাবে, আর আমরা উপভোগ করবো চমকপ্রদ মনরঞ্জিত সব ঘটনাবলি।

খুব শিগগিরই অনলাইন প্লাটফর্মে ‘আরাম চশমা’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বল্পদৈর্ঘ্যটির নির্মাতা সেলিম খান।

ই.এক্স/ও.আর/বার্তা বাজার