জয়পুরহাটে দুটি রাস্তার পাকাকরণের উদ্বোধন করা হয়েছে রবিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার কড়ই মাদ্রাসার ও পলিকাদোয়া গ্রামের দুটি রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা পাকাকরণের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন, বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামসুল আলম, আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রাস্তা দুটি পাকা করা হলে ওই এলাকার কয়েক হাজার মানুষের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।
বার্তা বাজার/জে আই