ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধরধরা নামক ব্রিজের পশ্চিম পাশে শনিবার (১০ মে) সকালে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় রতন মিয়া (৪০) নামে এক জামায়াতে ইসলামীর কর্মীর পা ভেঙে গেছে। এ সময় হামলাকারীরা তার বুকে চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

আহত রতন মিয়া ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টার দিকে রতন মিয়া গরু কেনার জন্য শিবরামপুর থেকে জগন্নাথপুর ইউনিয়নের ধরধরা নামক স্থান হয়ে খচাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শিবরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি মো. রাকিব ইসলাম, যুবদল সদস্য শহিদুল ইসলাম, বিএনপি কর্মী মো. সুলতান ও মো. ইব্রাহিম এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদল কমিটির সহসভাপতি আশাবুদ্দিনসহ ১০ থেকে ১২ জন বিএনপির নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে মো. রতন মিয়া বলেন, হামলাকারীরা আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে আমার পা ভেঙে দেয় এবং বুকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এ সময় আমার কাছে থাকা গরু কেনার ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ শিবরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেজাউল ইসলাম বলেন, ‘একজন নিরীহ কর্মীর ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।’

শিবরামপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মো. তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হামলাকারীরা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত করেনি, বরং আইনের শাসনের প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আমরা আশা করি, পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।’ তবে এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল বলেন, ‘এটি তাদের পারিবারিক বিষয়। এর আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।’ বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বার্তাবাজার/এসএইচ