কক্সবাজারে জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদারকে পেশাকারপাড়ায় এক নারীর সাথে অবৈধ সম্পর্কের জেরে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২০ জুলাই) সকালে শহরের পেশকারপাড়া সমাজ কমিটির নেতৃবৃন্দ মোনাফ সিকদারকে ওই নারীর তালাবদ্ধ বাড়ির থেকে তালা খুলে উদ্ধার করে।
এসময় ওই নারীর মা জানান, দীর্ঘদিন ধরে মোনাফ সিকদার আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। কিন্তু সম্পর্কের ৭/৮ বছর অতিক্রম হলেও আজ অবধি বিয়ে করেনি।
ওই নারী জানান, ‘মোনাফ আমাকে বিয়ের কথা বলে দীর্ঘ ৮ বছর ধরে বিবাহিত স্ত্রীর মতো একসঙ্গে থাকছে। এর মধ্যে সে অন্য এক মেয়ের সঙ্গে বিয়ের কথা পাকাপোক্ত করেছে। এটি জেনে আমি তার জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সে যথারীতি আমার ঘরে যাতায়াত অব্যাহত রাখে এবং আগের মতো জোরপূর্বক তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। আমাদের সম্পর্কের বিষয়টি সবাই জানে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”
পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ জানান, ‘মোনাফের দীর্ঘ ৮ বছরের যে সম্পর্ক তা অবৈধভাবে হয়ে আসছে। এব্যাপারে আগেও একবার সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলেও মুনাফ তা আজ পর্যন্ত বিয়ে করেনি।
তাই আজ সমাজ কমিটির সকলে তাকে হাতেনাতে ধরে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে একটি অবৈধ সম্পর্ক বৈধতা পেয়েছে।
এসময় শহর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপস্থিত পুলিশের এসআই রিয়াজ উদ্দিন সোহেল বলেন, মোনাফ এবং সমাজের নেতারা সামাজিকভাবে বিয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
মোনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের প্রভাবশালী নেতা এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
বার্তা বাজার/জে আই