পটুয়াখালীর কুয়াকাটায় ইকো ফিস -২ অ্যাক্টিভিটি এর উদ্যোগে উপকূলীয় এলাকার জেলেদের নিয়ে সমূদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলনে ২ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯জুলাই) সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গভীর সমূদ্রে মাছ শিকারী ৩০ জন মাঝি অংশগ্রহণ করেন।

বিএফআর কলাপাড়ার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃআশরাফুল হক,ইকোফিস -২ ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারী গবেষক ফারহানা ইসলাম শাওন প্রশিক্ষক হিসেবে দিন ব্যাপি জেলেদের প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় সমূদ্র জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিরাপদ মৎস্য আহরন সম্পর্কে জেলের ধারনা দেওয়া সহ নানা বিষয়ে অবগত করা হয়।

বার্তাবাজার/রাহা