দিনাজপুরের ঘোড়াঘাটে দুইদিনের ব্যবধানে জুয়া খেলার সময় আরো ৬ জনকে ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে জুয়া খেলার কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম।
বুধবার ভোর ৪টায় উপজেলার পালশা ইউনিয়নের অহিউড়া-কালীনজিড়া গ্রামের ছমির উদ্দিনের বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম। আদালত ওই ৬ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের সেলিম মিয়ার ছেলে মোহাম্মাদ আলী (৩৭), আব্দুর রহমানের ছেলে আইনুল ইসলাম (৪০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তোষাই গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে মেহেরুল (৩০), কালিনজিরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৪০), ধাওয়া মাঝিয়ান গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুল আমিন (৩০) এবং একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রেজওয়ান (৩০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মাদক ও জুয়ার পয়েন্ট গুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং সে অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জুয়ার স্পর্ট গুলোতে আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছি। সাজাপ্রাপ্ত ৬ আসামীকে মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী আটক ব্যক্তিদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, এরআগে গত শনিবার উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় ৩ জন ব্যক্তিকে আটক করেছিলেন ঘোড়াঘাট থানা পুলিশ। ওই তিন ব্যক্তিকেও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছিলেন ভ্রাম্যমান আদালত।
বার্তাবাজার/রাহা