নওগাঁর ধামইরহাটে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে রাতের বেলায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে তিনটি আদিবাসী পরিবারের উপর। হামলা করে প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষতি সাধণ করেছে দৃর্বুত্তরা। সুষ্টু বিচারের আশায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ভুক্তভোগি পরিবারগগুলো। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধামইরহাট থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগৎনগর গ্রামের ফ্রান্সিস মার্ডী,সুজল মার্ডি ও সুজন মার্ডি জগৎনগর মৌজার ২৫০,২৫১ নম্বর খতিয়ানের ৬০১,৬০৩ দাগের জগৎনগর দিঘীপাড়া দরগা পুকুরের পার্শের জমির উপর বসতবাড়ী নির্মাণ করে বসবাস করছে। ওই জমি দখল নেয়ার উদ্দেশ্যে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পার্শ্ববতী জগদল গ্রামের মৃত নসের কিস্কুর ছেলে মিকায়েল কিস্কুসহ ১০-১১ জন আদিবাসীদের বসতবাড়িতে হামলা চালায়। হামলায় টিনের বসতবাড়ী ভাংচুর করা হয়। এছাড়া ছাউনির টিন, টিউবওয়েল, ঘুমানো চকি, থালাবাসন, কাপড় চোপড় গুড়িয়ে দেয়। এতে তিন পরিবারের প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি সাধন হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগি পরিবারগুলোর পক্ষে ফ্রান্সিস মার্ডীর স্ত্রী পাওলিনা হেমরম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী ও সরজমিন পরিদর্শনে দেখা যায়, ওই জায়গা দখলের উদ্দেশ্যে কয়েক দিন আগে টিন দিয়ে অস্থায়ীভাবে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। অপর পক্ষ এ অস্থায়ী বাড়িগুলো থেকে তাদেরকে উচ্ছেদের জন্য হামলা চালাতে পারে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ায় প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এম আই