সদ্য শেষ হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তথ্য জানতে চেয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
মঙ্গলবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। সেখানে নির্বাচনে একজন প্রার্থী হামরার শিকার হয়েছে, সে বিষয়ে তথ্য জানতে চান লুইস।
স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান, হিরো আলমের উপর হামলার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ওই ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। সরকারও ব্যবস্থা নিচ্ছে। কি কারণে আর কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি খুঁজে বের করা হবে। পুলিশের গাফিলতি থাকলে সেটিও দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, নির্বাচনে কে হারল বা জিতল সেটা বিষয় নয়। নির্বাচনের পরিবেশ বিঘ্ন হয়েছে। এখানে কারো ইন্ধন ছিল কীনা সেটিই তদন্ত করে বের করা হবে। এই ঘটনার মধ্য দিয়ে মেসেজ আসলো সরকারকে আরো সতর্ক হতে হবে।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। গতকাল সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় হিরো আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই আসনে মোহাম্মদ এ. আরাফাত ২৮৮১৬ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটত, প্রতিদ্বন্দ্বী হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।
বার্তা বাজার/জে আই