বিএনপির কর্মসূচিতে আর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে মিরপুর বাংলা কলেজের ফটকে ছাত্রলীগের হামলার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আর কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে। এই সরকারের সময় শেষ হয়ে গেছে। জনগণ সরকারের উপর বিরক্ত।
দেশবাসী সবাই এখন শেখ হাসিনার সরকারের পদত্যাগ চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
এর আগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর গাবতলি থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রাটি বিকেল ৪টায় যাত্রাবাড়িতে গিয়ে শেষ করার কথা রয়েছে।
এদিকে পদযাত্রাটি মিরপুর বাঙলা কলেজ অতিক্রমের সময় মিছিলে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। আধাঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি মোটসাইকেল ভাঙচুর করা হয়। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে বিএনপির নেতা আব্দুল ওহাব।
বার্তা বাজার/জে আই