পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক ছাত্রলীগ নেতার আপত্তিকর ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

জানা গেছে, উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের কয়েকটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার দুপুরে ‘Tonmoy Islam Ovi’ নামের এক ফেইসবুক একাউন্ট থেকে চারটি ছবি পোস্ট করা হয়। তবে আজ সোমবার সেই পোস্ট ওই আইডি থেকে মুছে দেওয়া হয়।

এতে দেখা যায়, নোমানের সঙ্গে তরুণীর অন্তরঙ্গ মুহূর্ত। তার এসব ছবি ফাঁস হওয়ায় বিব্রত সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।

নেতা-কর্মীদের ভাষ্য, নোমানের মত লোকজন পদ-পদবী পাওয়ায় ছাত্রলীগের মত সংগঠন আজ বিতর্কিত হচ্ছে। নোমানের ছড়িয়া পড়া ছবিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে কিনা তাও অজানা।

জানা গেছে, চলতি বছরের ১৭ জুন চালিতাবুনিয়া ইউনিয়নে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যেখানে জুনায়েদ সিদ্দিকীকে সভাপতি ও আব্দুল আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়।

ফেসবুকে ছবি ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতা আব্দুল আল নোমান বলেন, ‘আমিতো ছোট মানুষ। বড় ভাইদের ই করে একটা পোষ্ট (পদ) আনছি। এটা আমার লাইফের (জীবনের) শুরু। কি করবো আমার মাথায় খেলে না। আমার লাইফ ধ্বংস করে তাদের কি লাভ হবে বুঝি না। আমার খারাপ লাগতেছে অনেক টাকা পয়সা খরচ করে কমিটি আনছি। এক ছেলে আমাদের জমির খাল ভোগদখল করতে আসছিল। ওই ছেলে বিএনপি করে। আমি তাকে নিষেধ করছি। ওরা অনেক গ্যাঞ্জাম করছে। এরপরই আমার নামে ফেসবুকে একটা আইডি খুলছে।’ ভাইরাল ছবি প্রসঙ্গে নোমান বলেন, হয়তো স্কুল লাইফে বন্ধুদের সাথে তুলতে পারি। মেয়ে ক্লাসমেট। এমন ছবি আরও আছে। ওইসব ছবি দিয়ে গুজব ছড়াচ্ছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ জানান, ‘জেলা নেতৃবৃন্দের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বার্তাবাজার/এম আই