শরীয়তপুরে উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রচার ও পরিকল্পিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারি ।

বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরজানপুর বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঘটনার নেপথ্যের তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খোকন বেপারি বলেন,”সম্প্রতি একটি কুচক্রী মহল আমাকে সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমাদের সম্মানহানি করা হচ্ছে। শুধু তাই নয়, তারা আমাদের ওপর সশরীরে হামলা চালিয়ে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন,”আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। যারা এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো ধরনের মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে নত হওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য বক্তারা অভিযোগ করে বলেন,”সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এতে আমাদের পরিবার, ব্যবসা ও সামাজিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বক্তারা দাবি করেন, সত্য উদঘাটনে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে তারা প্রয়োজনীয় প্রমাণসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ভুক্তভোগী সাংবাদিকদের উদ্দেশে বলেন,”আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন ও দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে চাই। আমি চাই, কেউ যেন মিথ্যা প্রচারণার শিকার হয়ে আমাদের সম্পর্কে ভুল ধারণা না করেন। সত্যের জয় হোক, অন্যায়-অবিচারের অবসান হোক।”

 

বার্তাবাজার/এসএইচ