শুধু মাত্র দলীয় পদ-পদবীর জন্য নয়, জাতীর জনক বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের জন্য অমৃত্যু কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম জাহিদ হাসান।

শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর আ.লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে বার্তা বাজারের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে রাজপথে থাকবে এবং লড়বে ইনশাআল্লাহ।

ছবি : বার্তা বাজার

তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ পদপ্রার্থী বিএম জাহিদ হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। দেশের মানুষকে কষ্ট দিতে চায়। চলমান শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায়। আবারও মানুষ পুড়িয়ে মারতে চায় কিন্তু আমরা তা হতে দেবো না। দেশের স্বার্থে, মানুষের শান্তি এবং নিরাাত্তা রক্ষায় আমরা রাজপথে থাকবো এবং লড়বো।

ইতিহাস টেনে তুরাগের এই নেতা আরো বলেন, মনে রাখতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জন্ম গ্রহণ করেছে। আর বিএনপির জন্ম হয়েছে সেনাছাউনিতে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দক্ষলের মধ্যে দিয়ে। মানুষ খুন করা বিএনপির নেশা এবং পেশা। তবে আমরা বেঁচে থাকতে তা আর হতে দেবো না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে ছিলো, আছে, থাকবে এবং দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়বে।