আফগানিস্তানের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মুহূর্তের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল টাইগাররা। তবে সাকিব ও তাওহিদ হৃদয়ের সাবলীল ব্যাটিংয়ে ৬ উইকেটে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করার সঙ্গে টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতল লাল সবুজের দল।
প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন, মোস্তাফিজ ও সাকিবের বোলিং তোপে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানেই আটকে যায় আফগানিস্তান। এরপর বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে মাত্র ১১৯ রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব বাহিনী।
এবছর ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিলো চণ্ডিকা হাথুরুসিংহের দল।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন টাইগার দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। তারা দুজনে ৯ ওভারে ৬৭ রান তুলে নিলে সহজ জয়ের পথেই ছিল স্বাগতিকরা।
কিন্তু দশম ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে জোড়া উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দেন মুজিব-উর-রহমান। তার অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে এক্সট্রা কাভারে থাকা রশিদ খান ডানদিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলে বিদায় নেন লিটন। বিদায়ের আগে ৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ রানে করেন উইকেটকিপার এই ব্যাটার।
এক বল পর আফিফ হোসেন করতে গেলেন স্লগ সুইপ। তবে মিডউইকেটে করিম জানাতের হাতে ধরা পড়েন তিনি। প্রথমবার ওপেন করতে এসে আফিফ করেছেন ২০ বলে ২৪ রান। ফলে ৯.১ ওভার উইকেটশূন্য থাকার পর ৩ বলে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে…
বার্তা বাজার/জে আই