সদরঘাটের তৈলঘাট এলাকায় ৫০ জনের মতো যাত্রী নিয়ে একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওয়াটার বাসটি ডুবে যায়।
জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তেলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সাথে ধাক্কা লাগলে ওয়াটার বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
বার্তা বাজার/জে আই