মাছ ধরার জন্য জেলেদের কাছ থেকে চাঁদাবাজি ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগ অংশ নেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে নিখিল, লিমন হাওলাদার, আলম হাওলাদার ও আলতাফ হাওলাদারকে আটক করা হয়। এদিন রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৫০০ মিটার চরঘেরা ও বেহুন্দি জাল। অর্ধলক্ষ টাকা মূল্যের ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ জানান, সোনারচরসহ উপজেলার অন্যান্য চরগুলো উন্মুক্ত। সেখানে মাছ ধরতে যারা চাদা দাবি করবে তাদের, বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
বার্তা বাজার/জে আই