কয়েক দফা যাচাই-বাছাই শেষে প্রাথমিক বাছাইয়ে টিকে আসা ১২টি দলের মধ্যে মাঠ পর্যায়ের তথ্য নেওয়ার পর শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছেন না আলোচিত সমালোচিত গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ আরও ৯টি দল।

তবে এবার মাত্র দুটি দল পাচ্ছে ইসির নিবন্ধন। সেগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি। নতুন দুটি দলের বিষয়ে আগামীকাল সোমবার (১৭ জুলাই) পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়া হবে।

রবিবার দুপুরে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ৯৩টি আবেদনের বিপরীতে, ১২টি দলকে প্রাথমিক বাছাই করেছিল নির্বাচন কমিশন। নিবন্ধনপ্রত্যাশী ১২টি রাজনৈতিক দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হবে বলে গত ১১ এপ্রিল জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।

সেই ১২টি দল হচ্ছে: এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

বার্তাবাজার/এম আই