চট্টগ্রামের কাজির দেউরিতে সমাবেশের অনুমতি না পেয়ে সংলগ্ন সড়ক নুর আহমদ সড়কস্থ দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

রোববার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, আজ রোববার (১৬ জুলাই) আমরা কাজীর দেউড়িতে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু পুলিশ কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি দেয়নি। এখন নাসিমন ভবনের সামনের রাস্তায় সমাবেশ হবে।

সমাবেশের জন্য আগের মতো দুটি লরি আনা হয়েছে। ওই লরিতে সমাবেশের মঞ্চ বানানো হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, সমাবেশ উপলক্ষে রোববার সকাল থেকে নাসিমন ভবনের সামনে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। মঞ্চের চারিদিকে টানানো হয়েছে বড় বড় ব্যানার। সকাল ১১টার দিকে দেখা যায়, দুটি লরি সড়কের ওপর আড়াআড়ি করে মঞ্চ তৈরি করা হচ্ছে।

বিএনপির সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বার্তাবাজার/এম আই