দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই তিন ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (১৫ জুলাই) রাত ৯টায় উপজেলার সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া বাজারের মাসুদুলের চাতাল থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ভর্ণাপাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে তুহিন মিয়া (৫০), চাঁদপাড়া গ্রামের মৃত রবিয়া প্রধানের ছেলে সফিকুল ইসলাম (৪৮) এবং অপরজন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানী গ্রামের হামেদ আলীর ছেলে আন্তাজ আলী (৩৬)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় আমরা তাদেরকে আটক করেছি। এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে রবিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী আটক ব্যক্তিদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বার্তাবাজার/এম আই