চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির পরিবারের লোকজন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুলাল নামের একজনকে আটক করেছে। শিশুটির দাদা বলেন, ‘অভিযুক্ত দুলাল পেশায় মিনি পিকআপের চালক। ঈদের দিন বিকেলে দুলালের বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আমার নাতনি। এ সময় দুলাল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে দুলাল বাড়ি ছেড়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুলালকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।’

 

বার্তাবাজার/এস এইচ