নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. আকবার শেখ (৫৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) বিকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। তার জেরে সোমবার বিকালে লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আকবার শেখকে প্রতিমধ্যে অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতলে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বার্তা বাজারকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এস এইচ