ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে স্প্রে দিয়ে অজ্ঞান করে এক অসহায় বিধবা নারীর ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। সোবার (৩১মার্চ) গভীর রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খতেজা খাতুন রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। খতেজা খাতুনের কেউ নেই পৃথিবীতে তিনি অসহায়।

ভুক্তভোগী খতেজা খাতুন বলেন, রাত একটার দিকে আমার রুমে আমিনুল তরকারি চাইতে আসে হয়তো সে সময় কিছু মিশিয়ে দেয় আমার খাবারে পরে আর আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে সবুজ নামে স্থানীয় এক যুবক বলেন আমরা তার বাসায় গিয়েছিলাম সকালে চুরির খবর শুনে পড়ে দেখি মহিলাকে উলঙ্গ করে রেখে সবকিছু লুট করে নিয়ে যায়।

পরে সন্দেহভাজন হিসেবে স্থানীয় যুবকরা একজনকে আটক করলে৷ পরে এক এক করে রহস্য বেরিয়ে আসে এবং স্থানীয় জনতা ৩ জনকে আটক করে । রাণীশংকৈল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টা জেনেছি এবং তিনজনকে আটক করেছি এ বিষয়ে ভুক্তভোগী কেউ বাদী হয়ে সাধারণ ডায়েরি করলে। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

বার্তাবাজার/এস এইচ