ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা, ২ মেয়ে ও নানী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার সকাল ৬টা ৩০ মিনিটে গাজীপুর এলাকার প্রগতি ফিড মিলের সামনে ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে গৌরীপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুব্রারচর গ্রামের কুলসুমা বেগম (৯৫), মেয়ে মো. মানিকের স্ত্রী দিলরুবা (৪০), দুই মেয়ে প্রীতি (০৭) ও রীতি (১৪)। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একই পরিবারের দুই মেয়ে মাহি (১৬) ও শ্যামলী (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম। পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টায় গৌরীপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার চালক প্রতিবন্ধী ছিলেন।
নিহত দিলরুবার মামা কামরুল হাসান আকন্দ জানান, দিলরুবা-মানিক দম্পতি গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে। পড়ালেখা ও কর্মসূত্রে তারা ময়মনসিংহ নগরীর নাটক ঘরের এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঈদের ছুটিতে তারা ময়মনসিংহের বাসা থেকে অটোরিকশা যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পরে তাদের অটোরিকশাটি ময়মনসিংহগামী ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় দিলরুবার। একই পরিবারের আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দিলরুবার ভাই আয়তুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনায় আমাদের পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেল। ঈদের আনন্দে তারা বাড়ি যাচ্ছিল, আমাদের পরিবারে আর কোনদিন ঈদের আনন্দ আসবে না। পুলিশ আরও জানায়, এ ঘটনায় ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। আমরা হাসপাতালে খোঁজ খবর রাখছি। পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।
বার্তাবাজার/এস এইচ