৬৬ বছর বয়সের বৃদ্ধকে করেছেন বিয়ে করেছেন ২২ বছর বয়স কলেজ পড়ুয়া শিক্ষার্থী আইরিন আক্তার। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আইরিন আক্তার শরিফুলের দূর সর্ম্পকের নাতনি হোন।

গত ২২ শে মার্চ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের গ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন পাটগ্রাম পৌর এলাকার ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম। আর ওই উপজেলার কুচলিবাড়ী ইউপির কলেজ পড়ুয়া কনে আইরিন আক্তার( ২২)সম্পর্কে নানা হোন।

জানা গেছে ২০১৪ সাল চতুর্থ শ্রেনীতে পড়া আইরিনের পড়াশোনার দেখে পুরো খরচের দায়িত্ব নেন শরিফুল ইসলাম। এরপর থেকে শেষ পর্যন্ত তার পড়াশোনার জন্য ব্যাংকে ১০ লাখ টাকা ডিপোজিট থেকে পড়াশোনা চালানোর স্থায়ী সমাধান করেন। সাম্প্রতিক সময়ে আইরিনের বিয়ের সম্বন্ধ আসা শুরু করলে তা মেনে নিতে চান নি। তার ভাবনা অপর কাউকে বিয়ে করলে তার জীবনের স্বপ্ন ভেঙে যেতে পারে। এছাড়া স্থানীয়দের মাঝে নানা শরিফুলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ও ওঠে। শেষমেশ পারিবারিকভাবে গত ২২ শে মার্চ বিয়ে হয় তাদের। তবে বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।সেই সাথে বিয়ের পর দুজনকে হাস্যোজ্জ্বল ভাবে বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা যায়। এ বিষয়ে আইরিন জানান যেহেতু ওই ব্যক্তি তার পড়াশোনার সমস্ত খরচ দিয়েছেন ভবিষ্যতে অন্য কোথাও বিয়ে হলে তার আর পড়াশোনা নাও হতে পারে। পরবর্তী জীবনের কথা চিন্তা করে তিনি শরিফুলকেই বিয়ে করেন। এটা নিয়ে কেউ কোনো সমালোচনা করলে সেটা নিয়ে তার কোন ভাবনা নাই। অপরদিকে আরিফুল জানান তার জীবনের একাকিত্ব দুর করতে আইরিনকে বিয়ে করেছেন।

 

বার্তাবাজার/এস এইচ