ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।
পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন স্বতস্ফূর্তভাবে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে উপজেলার দরুইন গ্রামে সমাহিত বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধি এবং টানমান্দাইলে ৭১ এর গণকবরে পুস্তস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়।
সকালে ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। সাড়ে দশটায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, বাহার মিয়া মালদার, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খান, যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ খান প্রমুখ।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে পৌরশহরের সকল ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে উপজেলা ও পৌর প্রশাসন বনাব সাংবাদিক ও সুধী সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
বার্তাবাজার/এস এইচ