পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদ আগামী ১৪ আগস্ট শেষ হবে এবং যথাসময়ে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, আগামী মাসে তার সরকার ভেঙে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে শাসনভার হস্তান্তর করা হবে। অক্টোবরে যথাসময়ে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটির ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর এমন এই মন্তব্য করেন শাহবাজ শরিফ। যেখানে পরবর্তী সময়ে সংসদ ভেঙে দেয়া এবং যথাসময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
পাকিস্তানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৪ আগস্ট। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নিম্নকক্ষ পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। নতুন নির্বাচনের আগে ম্যান্ডেটসহ একটি ‘অরাজনৈতিক’ সরকারকে ক্ষমতায় বসানো হয়। তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নির্বাচন।
শাহবাজ তার ভাষণে বলেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে জাতী আমাকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দেয়। সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে এই দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।
বার্তা বাজার/জে আই