বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, নির্বাচনী ব্যবস্থা না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ তৎপরতা দেখাচ্ছে, যা এশিয়ার আর কোনো দেশে এমন দেখা যায় না। শনিবার (১৫ জুলাই) সকালে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা চায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর প্রশ্ন তখন আসবে যখন নির্বাচন হবে। কিন্তু দেশে নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই এ মুহূর্তে আসছে না। হামলা, মামলা, আইন প্রয়োগ, সরকারি কর্মকর্তাদের বদলি সবকিছুই নির্বাচন না করার জন্য।
দেশে প্রতিনিয়তই ভোট চুরির ঘটনা ঘটছে, তারই অংশ হিসেবে জেলা প্রশাসকদের বদলি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির এই সদস্য
এর আগে সকাল নয়টায় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বার্তা বাজার/জে আই