আওয়ামী লীগের ডামি এমপি-মন্ত্রীরা জনগণকে শোষণ করেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার, জনগণের সরকার ছিল না। যার কারণে তারা জনগণের জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে মনে করেনি। নিজেদের খেয়াল খুশিমতো দেশ পরিচালনা করার কারণেই রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সংস্কারের বিকল্প নেই। সংস্কার ব্যতীত যারাই ক্ষমতায় বসবে কিংবা বসতে উঠেপড়ে লেগেছে তারাও আওয়ামী লীগের মতোই লুটপাট করবে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাস কুরআন নাযিলের মাস। কুরআন নাযিলের সম্মানে এই মাসের এক রজনীকে আল্লাহ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনীর সম্মান দিয়েছেন। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে ঐ সমাজের মানুষের সম্মান আর মর্যাদা হবে সীমাহীন, সমাজ হবে আলোকিত। এতে কোনো সন্দেহ নেই। আলোকিত সমাজ গঠনে আগামী নির্বাচনে ঢাকা-৮ আসনের জনগণকে ইসলামের পক্ষে ভোট দানের আহ্বান জানাই।

ড. হেলাল বলেন, কয়লা ধুইলে যেভাবে ময়লা যাওয়া সম্ভব নয়, একইভাবে আওয়ামী লীগ কখনো ভালো হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে খুন, গুম, সন্ত্রাস ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির চেয়ারে থেকে যখন কেউ বলে, ‘আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি।’ তারা আওয়ামী লীগের পুনর্বাসনের পাশাপাশি ভারতেরও তাবেদারি করছে। ভারতকে যেই দল প্রভু মনে করে সেই দলই দেশে ভারতের আধিপত্যবাদ বিস্তারের সুযোগ করে দেয়। ভারতের সেবাদাস সরকার বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যেই দলের ভারত প্রীতি দেখা যাবে জনগণ সেই দলকেই ভারতে পাঠিয়ে দিবে।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিবের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরন্নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা বাইতুল মাল সম্পাদক মো. কামরুজ্জামান, অফিস সম্পাদক মোখলেছুর রহমান জুয়েল, থানা মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্য সেগুনবাগিচা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লা রাকিব, থানা সহকারী বায়তুল মাল সম্পাদক মো. নুরুজ্জামান খান রনিসহ শাহবাগ পূর্ব থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।