বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্বামী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোস্তাফিজার রহমান মিঠু তার স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাসপিয়ানকে (৬) সাথে নিয়ে সন্ধ্যার দিকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় পৌছিলে হঠাৎ করে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও শিশুপুত্র মারা যান। গুরুতর আহত হন স্বামী মোস্তাফিজার রহমান মিঠু। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক থানায় আটক রয়েছে।
বার্তা বাজার/জে আই