ঈদের কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাবনী ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাবীব একই এলাকার শফিক উল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পর তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকেলে সে ঈদের কেনাকাটার জন্য মায়ের কাছে ১০ হাজার টাকা চায়। কিন্তু মা সেলিনা বেগম পাঁচ হাজার টাকা দিতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বজনরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঈদের কেনাকাটার টাকা না পেয়ে অভিমান থেকেই কিশোরটি আত্মহত্যা করেছে।

 

বার্তাবাজার/এস এইচ