চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক নারী। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন তিনি। মামলার বাদী রুমা আক্তার একজন নারী উদ্যোক্তা। তার বিউটি পার্লার ও বুটিক হাউস রয়েছে।
আসামিরা হলেন-সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না, পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান, হাবিব খান, সাজ্জাদের সহযোগী মো. রায়হান, মো. হেলাল, মো. হাসান, মো. আরমান, মো. ইমন, মো. বোরহান, মো. রাজু ও মো. দিদার। মামলার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘এক নারী মামলা করেছেন। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি।’
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার পর থেকে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে বাদীকে হত্যার হুমকি দিয়ে আসছেন। এছাড়া গত মঙ্গলবার বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ও হাবিব খান মুঠোফোনে বাদীকে ফোন করে হুমকি দিয়েছেন। তারা এক কোটি টাকা চাঁদাও দাবি করেন। নইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
মামলার এজাহারে রুমা আক্তার আরও উল্লেখ করা হয়, গত শনিবার ঢাকার বসুন্ধরা শপিং মলে কেনাকাটা করতে যান তিনি ও তার স্বামী। সেখানে সাজ্জাদ ও তার স্ত্রীকে দেখতে পান। পুলিশের পুরস্কার ঘোষিত সন্ত্রাসীকে দেখে চিনতে পেরে আশপাশের লোকজনকে জড়ো করে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়।
মামলার বাদী রুমা আক্তার বলেন, ‘পলাতক সন্ত্রাসীকে দেখে লোকজন জড়ো করে সচেতন নাগরিক হিসেবে ধরিয়ে দিয়েছি। এখন আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি।’ তবে সাজ্জাদকে গ্রেপ্তারের পরদিন ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে শারমিন আক্তার তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী। তার বিরুদ্ধে মো. মো. আনিস, মাসুদ কায়সার ও আফতাব উদ্দীন তাহসীন হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে গুলি করতে করতে পালিয়ে যায় সাজ্জাদ। এতে পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হন। গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে প্রকাশ্য পেটানোর হুমকি দেন। এরপর ৩০ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। গত ১৫ মার্চ রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।