আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেপ্টেম্বরে তফসিল পর্যন্ত সতর্কতার সাথে রাজপথে আছি, থাকব। এটা হলো অভিন্ন কর্মসূচি। শুক্রবার (১৪ জুলাই) বিকাল পৌনে ছয়টায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে মত বিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। সে পরিবেশ আমরা রক্ষা করব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ফোকাস হচ্ছে শোকের মাস। আগস্ট মাসের আর বেশি সময় বাকি নাই। এ মাস পর আগস্ট মাস। শোকের মাসে আমাদের কর্মসূচি মোটামুটি আমরা সবাই জানি।
‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ শিরোনামে আওয়ামী লীগের কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, আমাদের আওয়ামী লীগের উদ্যোগে যে সমাবেশ এ সমাবেশের শিরোনাম হবে— ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’। এই শিরোনামে আমাদের বিভিন্ন সমাবেশ। আগস্ট মাসে তিনি ব্যাপকভাবে সমাবেশ হবে? আমাদের সেখানে প্রস্তুতির বিষয়টা জানাতে চাই।
সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কোনো প্রকার খারাপ আচরণের জন্য নির্বাচনের পরিবেশ যেন নষ্ট না হয়, এটা আপনাদের বলে দেয়া প্রয়োজন।
গণমাধ্যমের উদ্দেশ্যে কাদের বলেন, আমরা যেটুকু পাবো, আপনারা আমাদের সেটা দিবেন। আমরা বাড়তি কিছু চাই না।
বার্তা বাজার/জে আই