ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গুদামজাত করা ইউরিয়া সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কামাল হোসেন নামে এক বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম জানান, কামাল হোসেন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, মজুদ সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সারে কোনো ভেজাল আছে কিনা সেটা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। তবে প্রাথমিক পরীক্ষায় ভেজাল পরিলক্ষিত হয়নি। ওই সার ব্যবসায়িকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এছাড়া সারের মান ঠিক আছে কিনা পরীক্ষার জন্য গুদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত সার গুদামে সংরক্ষণ থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও সৈকত ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সহকারী উপ-পরিচালক সারমিন জুই, আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহসহ অন্যান্য সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এস এইচ